সাইকোলজিস্ট (Psychologist) Vs সাইকিয়াট্রিস্ট (Psychiatrist)

আমাদের দেশে মানসিক স্বাস্থ্য সেবাটা এখনও অপ্রতুল এবং জনসচেতনতা অনেক কম। তাই অনেকেই জানেন না, কখন কার কাছে যেতে হবে কোন মানসিক রোগের চিকিৎসার জন্য । আশাকরি লিখাটি পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন কার কাছে যাওয়া উচিত।

সাইকিয়াট্রিস্টঃ

সাইকিয়াট্রিস্টরা মূলত এমবিবিএস শেষ করে তারপর সাইকিয়াট্রি মানে মানসিক রোগ  বিষয়ে এমডি বা উচ্চতর ডিগ্রি লাভ করেন।  তবে এমবিবিএস পড়ার সময়ে ৪র্থ বর্ষেও সাইকিয়াট্রির ছোট্ট একটা কোর্স পড়তে হয়। যেহেতু উনারা মেডিকেল ব্যকগ্রাউন্ডের, তাই উনারা সাইকিয়াট্রিক মেডিসিন বা CNS drug গুলো প্রেসক্রাইব করেন এবং সাইকিয়াট্রিস্ট শুধু মেডিসিন দিয়েই মানসিক রোগের চিকিৎসা করেন যেহেতু উনাদের ফার্মাকোলজিক্যাল বিষয়ের উপর বিস্তর জ্ঞান আছে।

সাইকোলজিস্টঃ

মানসিক রোগ নিয়ে মনোবিজ্ঞানীদের মধ্যে মূলত চিকিৎসা মনোবিজ্ঞানীরাই কাজ করেন। চিকিৎসা মনোবিজ্ঞানী হতে গেলে মনোবিজ্ঞান বিষয়ে অনার্স শেষ করে চিকিৎসা মনোবিজ্ঞান থেকে মাস্টার্স ও এমফিল করতে হয়। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে মানসিক রোগ বিভাগে ইন্টার্নশিপ করতে হয়। সার্বক্ষনিক একজন সুপারভাইজার (অভিজ্ঞ চিকিৎসা মনোবিজ্ঞানী) এর অধীনে সুপারভিশন নিয়ে একজন চিকিৎসা মনোবিজ্ঞানের ছাত্র ছাত্রীদের মানসিক রোগ নিয়ে সাইকোথেরাপি দেয়া শিখতে হয়। মনোবৈজ্ঞানিক বিভিন্ন থিওরি এবং চিকিৎসা পদ্ধতি সম্পের্ক ব্যবহারিক জ্ঞান নিয়েই মানসিক রোগ নিয়ে কাজ শুরু করেন।  যেহেতু চিকিৎসা মনোবিজ্ঞানীদের ফার্মাকোলজিক্যাল নলেজ থাকে না, তাই চিকিৎসা মনোবিজ্ঞানীরা মেডিসিন প্রেসক্রাইব করার অথরিটি নাই৷ যদিও চিকিৎসা মনোবিজ্ঞানীরা কোন রোগের জন্য কি ঔষধ, সেটা অনেক সময়ই জানে। কোন চিকিৎসা মনোবিজ্ঞানী যদি ঔষধ লিখে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার সুযোগ আছে।

কার কাছে যাবেন? সাইকিয়াট্রিস্ট নাকি চিকিৎসা মনোবিজ্ঞানী!!!

গুরুতর মানসিক রোগ যেমন সিজোফ্রেনিয়ার (প্রধান লক্ষণঃ অসংলগ্ন কথাবার্তা, গায়েবি শোনা, দেখা, ভ্রান্তবিশ্বাস, নিজের যত্ন নিতে না পারা, আবেগীয় ভাবে ভোঁতা হয়ে যাওয়া, বাস্তবতার সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়া) মত মানসিক রোগ হলে অবশ্যই আপনাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে আগে যেতে হবে৷ এসব রোগির যেহেতু ব্রেইন ডিসফাংশন হয়ে যায়,তাই সাইকোথেরাপিতে দেয়া যাবে না, সাইকোটিক মেডিসিন খেয়ে যখন উন্নতি করবে তখন সাইকিয়াট্রিস্ট চিকিৎসা মনোবিজ্ঞানীর কাছে রেফার করেন।

অন্যন্য রোগ যেমন দুশ্চিন্তা, বিষন্নতা, সূচি বায়ু, সোমাটিক প্রবলেম, ফোবিয়া সহ মুড এবং স্ট্রেস রিলেটেড রোগ গুলোর জন্য আগে চিকিৎসা মনোবিজ্ঞানীর কাছে যাওয়া উত্তম। যদি ঔষধ দরকার হয়, তখন চিকিৎসা মনোবিজ্ঞানী সাইকিয়াট্রিস্ট এর কাছে রেফার করবেন৷ একটা উদাহরণ দেই, Mild to moderate level এর বিষন্নতা হলে সাইকোথেরাপিতেই ভাল হয়ে যাবে, বাট Moderate to severe/propound level এর বিষন্নতার জন্য অবশ্যই সাইকিয়াট্রিস্ট থেকে মেডিসিন চিকিৎসা নিতে হবে৷ সব ধরনের মাঝারি থেকে মারাত্মক মানসিক রোগের জন্য সাইকোথেরাপি এবং সাইকিয়াট্রিক মেডিসিন দরকার। একজন রোগি যদি আগে সাইকিয়াট্রিস্ট এর কাছে যান, তাহলে চিকিৎসার প্রয়োজন অনুযায়ী সাইকোথেরাপি দরকার হলে তাকে চিকিৎসা মনোবিজ্ঞানীর কাছে রেফার করবেন। একই ভাবে একজন চিকিৎসা মনোবিজ্ঞানী ও মেডিসিন দরকার হলে সাইকিয়াট্রিস্ট এর কাছে রেফার করবেন৷

*** জানা থাকা ভাল, মেডিসিন মানসিক রোগের লক্ষণগুলোর উপর কাজ করে কিন্তু মূল মনস্তাত্ত্বিক সমস্যা নিরসনে সাইকোথেরাপি অবশ্যই দরকার। কারণ একজন মানুষ সারা জীবন মেডিসিন খেতে পারবে না। চিন্তা ভাবনার এবং আচরণের  ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে মানসিক সমস্যা থেকে বের হয়ে এসে ফাংশনাল জীবন যাপনের জন্য সাইকোথেরাপি বা কাউন্সিলিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাই গুরুতর মানসিক রোগ ছাড়া বাকি যে কোন মানসিক সমস্যার জন্য সর্ব প্রথম একজন চিকিৎসা মনোবিজ্ঞানীর কাছে যাওয়া বেশি এবং অতি উত্তম।

মনের ভিতরে জমে থাকা দুঃখ কষ্টগুলো শেয়ার করুন অভিজ্ঞ সাইকোলজিস্টদের সাথে। মনকে হালকা করতে এবং মানসিকভাবে দৃঢ় থাকতে প্রয়োজন সাইকলজিক্যাল কাউন্সেলিং। আপনি ঘরে বসেই ডাক্তার/সাইকোলজিস্টের ভিডিও কাউন্সেলিং নিতে পারবেন।

আমাদের আছেন ১০০+ ডাক্তার এবং ৩০+ সাইকোলজিস্ট

Contact: 01758811318 WhatsApp

8 Responses

  1. I was skeptical, but this weight loss product proved me wrong. From 95kg to a stunning 60kg, I’m now living my best life. click here to unlock your weight loss potential!

  2. I was skeptical at first, but this weight loss product exceeded all expectations. From 85kg to a stunning 55kg, I couldn’t be happier. click here to discover the power of this life-changing product!

  3. Use the promo code 1xBet and get a €/$130 bonus when you sign up. Make sports bets, virtual sports or play at the casino. 1xbet promo code casino Valid throughout the year 2023. 1xBet offers new customers a welcome bonus of $130. To receive the bonus, you need to register on the 1xBet website, make a deposit to your account and confirm your right to receive the bonus. After that, the bonus will be automatically credited to the player’s account. Thanks to the bonus code, the chances of players immediately increase by 130%. You will have to win back the additional bonuses provided under the same conditions that apply to the main package bonus.

  4. Use 1xBet promo code 2023 to get a VIP bonus on sports. You will also get a welcome bonus of €1,950/$ and 150 free spins if you use this bonus code when registering at 1xbet casino. 1xbet promo code free bet Thanks to the bonus, every new player can increase their chances of winning and playing with bonus money.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *